অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা প্রদান এবং মারাত্বক অপুষ্টি আক্রান্ত শিশুকে রেফার।
শিশুর শারীরিক বৃদ্ধি পরিবীক্ষণ ও উন্নতি পর্যবেক্ষণ করা ( গ্রোথ মনিটরিং এন্ড প্রমোশন-GMP)
বিভিন্ন বয়সী শিশুদের বয়স অনুপাতে ওজন নির্ধারণ এবং সে অনুযায়ী পুষ্টিকর খাবার বিষয়ে কাউন্সিলিং।
শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে মাকে সকল প্রকার পরামর্শ প্রদান।
শিশুদের বাড়তি খাবার খাওয়ানোর ব্যাপারে IYCF নীতিমালা অনুযায়ী মায়েদের কাউন্সিলিং।
নবজাতক ও শিশুদের বিপদজনক লবন ও অত্যাবশ্যকীয় যত্ন সম্বন্ধে মা/ অভিভাবকদের কাউন্সিলিং
কম জনম ওজন (<২.৫ কেজি) সম্পন্ন শিশুদের সনাক্তকরণ ও নবজাতক এবং কম জনম ওজন সম্পন্ন শিশুদের যত্ন এবং খাওয়ানোর ব্যাপারে মাকে পরামর্শ প্রদান।
অপুষ্টি শিশুদের (SAM,CMAM ) সনাক্ত করা এবং CMAM গাইড লাইন অনুযায়ী পরামর্শ প্রদান অথবা প্রয়োজনে নিকটবতী SAM কর্ণারে রেফার।
৬-১১ মাসের সকল শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১-৫ বছরের সকল শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য কাউন্সিলিং এবং রাতকানা রোগে আক্রামত্ম শিশুদের খুজে চিকিৎসা করা।
পারিবারিক সকল খাবারের আয়োডিনযুক্ত লবন ব্যবহাওে উদ্বুদ্ধ করা।
পুষ্টি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিসিসি কার্যক্রম জোরদার করা।