Wellcome to National Portal
  • 2021-10-18-09-04-cf7ca6b6d8c4df3d201fad79a4271f36
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪

মাননীয় উপদেষ্টা

2024-11-20-09-20-d83d095b5bcf0fb27b922eac859c783d

নূরজাহান বেগম

মাননীয় উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

জনাব নূরজাহান বেগম ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। জনাব নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।গ্রামীণ শক্তি এবং গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।তিনিগ্রামীণের বেশ কয়েকটি সংস্থার প্রধান, পরিচালক ও ট্রাস্টির দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্টের গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশ, গ্রামীণ ইতালিয়া ফাউন্ডেশন এবং সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স, বাংলাদেশ এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। 

 

জনাব নূরজাহান বেগম ‘সুসান এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০০৮’‘ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড-২০০৯’,‘দ্যা ভিশন অ্যাওয়ার্ড-২০০৯’,‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুএডুকেশন অ্যাওয়ার্ড-২০১৪’,‘ইউনূস স্যোসাল বিজনেস সামিট অ্যাওয়ার্ড-২০১৭’ লাভ করেন। এছাড়া তিনি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিত ‘ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিট’-এ অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ‘ফাউন্ডেশন ফর জাস্টিস’-এর পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন।

 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।